লিটন সরকার বাদল,
২৪ ডিসেম্বর ১৯ মঙ্গলবার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে কুমিল্লাস্থ বৃহত্তর দাউদকান্দি (দাউদকান্দি-তিতাস-মেঘনা) ছাত্রকল্যাণ পরিষদ এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং কুমিল্লা পলিটেকনিক ইউনিটের নেতৃবৃন্দের সাথে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব.) সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জনাব কে এম রাসেলসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মেজর জেনারেল ভূঁইয়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে আওয়ামী লীগের পক্ষে কাজকরার পরামর্শ দেন।