শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মশিউর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিত এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুল মিল্লাত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদৎ হুসেন শাহ্ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সহ- সভাপতি মোঃ বাচ্ছু মিয়া, সাংগঠনিক সম্পাদক আঃ লতিফ, উপজেলা বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছালাউদ্দিন মুর্শেদ নিজামি বাবুল, উপজেলা যুবদলের সভাপতি পৌর কাউন্সিলর আজহার উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মুছা, উপজেলা তরুণ দলের সভাপতি তৌহিদুল ইসলাম বিপ্লব, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মুখলেছুর রহমান মন্জু, পৌর তরুণ দলের সভাপতি সাদেক হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি সিরাজ উল ইসলাম প্রমুখ।অালোচনা সভায় বক্তারা বলেন গণ আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এর কোন বিকল্প নাই।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে শহিদ মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা সংগ্রামের পক্ষে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে এবং বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
আত্মার মাগফিরাত কামনা করা হয়।