লিটন সরকার বাদল, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে আন্তঃজেলা চোর সদস্যের ৩ চোরকে প্রাইভেটকারসহ গ্রেফতার
করেছে মডেল থানার পুলিশ।
১২ ডিসেম্বর ১৯ ইং বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই এএসএম গোলাম আজম ভুইয়া সঙ্গীয় ফোর্সনিয়ে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান ডিউটিরত অবস্থায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে একটি প্রাইভেটকার কে সন্দেহ হলে, গাড়িটি থামানোর জন্য সংকেত দিলে, না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রাইভেটকারের পিছনে ধাওয়া করে, হাসানপুর কলেজের সামনে এসে প্রাইভেটকারটি থামিয়ে অজ্ঞাত ৪ ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় পুলিশ ঢাকামূখী প্রাইভেটকার ঢাকা মেট্রো গ ১২-২১১২ সহ আন্তঃজেলা চোর সদস্যের ৩ চোরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার বরুনা হাজিপুর গ্রামের মোহাম্মদ টেটু মিয়ার পুত্র জাহিদুল ইসলাম জিতু (২২), মোঃ আক্তার হোসেন মিয়ার পুত্র মোহাম্মদ সালেহ শহীদ (২৭), একই থানার রুপোশ পুর গ্রামের মোহাম্মদ ইসমাইল মিয়ার পুত্র মোহাম্মদ নুরুল হক (২২)।
পুলিশ জানায় তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
প্রাইভেটকার জব্দ করে দাউদকান্দি মডেল থানায় এ ব্যাপারে একটি মামলা দায়েরের পর আসামিদের কে জেলহাজতে প্রেরণ করা হয়।