ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
‘‘দূর্নীতি করবো না, দূর্নীতি মানবোনা, সইবোনা, আমরা দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’’ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশেনের মধ্য দিয়ে দূর্নীতি বিরোধী দিবসের কর্মসুচী শুরু করা হয়। শেষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সেনবাগ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি সেনবাগ পৌর শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।
সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা এসিল্যান্ড(ভূমি)ক্ষেমালিকা চাকমা, উপজেলা নির্বাচন অফিসার শাহিদা আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সফি উল্যা, সেনবাগ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম জসিম,সাধারণ সম্পাদক মাষ্টার ওজি উল্যা,জেলা পরিষদ সদস্য রেজিয়া আক্তার বকুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস – চেয়ারম্যান মরিয়ম সুলতানা সহ প্রমুখ।