গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০১৯ পালিত।

বাংলাদেশ

 

গোপালগঞ্জ প্রতিনিধি,
“আমরা দুর্নীতির বিরূদ্ধে একতাবদ্ধ” প্রতিপাদ্যকে ধারণ করে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোপালগঞ্জ এর আয়োজনে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০১৯” বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসের শুরুতে সোমবার ভোর ৬টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় ভবনের সম্মুখে পৌরসভার সামনে দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
এরপর স্থানীয় পৌরপার্কে অবস্থিত শহীদ মিনারের পাদদেশে দাড়িয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম শান্তি ও শুদ্ধতার প্রতীক পায়রা উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০১৯ এর বিভিন্ন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা দেন। উদ্বোধনের আগে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুর্নীতি বিরোধী বিষয়ক সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সানোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান, গোপালগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধূরী ইমরুল হাসান, লালমিয়া সিটি কলেজের অধ্যক্ষ টুটুল বিশ্বাস, উপাধ্যক্ষ সতেন্দ্রনাথ মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. এনামুল কবীর, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানিক,সদস্য নাসিমা খানম, সৈয়দ আব্দুল হক, বিভিন্ন সরকারি দপ্তর, রাষ্ট্রায়ত্ব সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপরে বঙ্গবন্ধু সড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধায় জেলা তথ্য অফিসের সহযোগিতায় গোপালগঞ্জ শহরের লেকপাড়ে দুর্নীতি বিরোধী ভিডিও তথ্য চিত্র প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.