এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগে স্বপ্ন দেখে কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর গ্রামের দুবাই প্রবাসী ফোরামের উদ্যাগে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
মায়া প্রাইভেট হাসপাতালের বাস্তবায়নে কাবিলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর সার্বিক সহযোগিতায় মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট এ, কে,এম জাকির হোসেন জুয়েল।
বৃহষ্পতিবার ২১ নভেম্বর উপজেলার পশ্চিম আহম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগী সেবা গ্রহন করে।
এই উপলক্ষে মাস্টার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট এ,কে,এম জাকির হোসেন জুয়েল।
এসময় বিশেষ অতিথি হিসেবে কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ছেরাজ, মায়া প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলা উদ্দিন আলো, সমাজ সেবক আবদুল হান্নান, আবদুল মতিন,মোঃ রিপন ও প্রবাসীদের পক্ষে মো কামাল উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।