লিটন সরকার বাদল,
কুমিল্লার দাউদকান্দি উজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় হত দরিদ্র ভিক্ষুূকদের মাঝে রিক্সা বিতরন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, ইউপি চেয়ারম্যান মো: মামুনুর রশিদ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন, মহিলা আওয়ামীলীগের নেত্রী নাছিমা আক্তার মেম্বার, দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য, কামরুল হাসান বাকিসহ আরো অনেকে।
এর আগে কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর ৫০ জন কৃষককে পেয়াজ চাষে উদ্ভূদ্ধ করতে বিনামূলে ২৫০ গ্রাম পিয়াজের বিজ ও ১ বস্তা করে সার বিতরণ করা হয়, পরে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য একটি গ্রাম একজন ইলেকট্রিশিয়ান বিষয়ক কর্মশালার উদ্বোধন ও ভূমিহীনদের মাঝে খতিয়ান বিতরন, উপজেলার জিংলাতলী ইউনিয়ন পরিষদে সেলাই মেশিন বিতরন এবং মুক্তিযোদ্ধা সুবেদার ইদ্রিস মিয়ার নামে সড়ক উদ্ধোধন করা হয়।