এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
মাদ্রাসা সহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে অরিয়েন্ট স্কুল এন্ড কলেজের হল রুমে সেনবাগ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সেনবাগ শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেনবাগ সিনিয়র ফাজিল মাদরাসার বাংলা প্রভাষক সেকান্দার আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংগঠনের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক রাফি উদ্দিন।আরো বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুগ্ম সম্পাদক মোঃ রাশেদ উদ্দিন শামীম,সাংগঠনিক সম্পাদক মোঃ ছালেহ উদ্দিন,মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার,সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি ইউছুফ ভূঁইয়া সহ প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষাক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদান তুলে ধরেন কিন্তু মাদরাসা সহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।এরপর তিনি বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন সেনবাগ উপজেলা শাখার সভাপতি হিসেবে সাবেক সভাপতি কানকিরহাট ফাজিল মাদরাসার প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে পুনরায় সভাপতি ও সেক্রেটারি হিসেবে তাহিরপুর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ আবদুল মাজেদ সহ ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটির নাম আগামী দুই বছরের জন্য ঘোষণা করেন।