লিটন সরকার বাদল,
কুমিল্লার জেলার সেরা অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে সম্মাননা ক্রেষ্ট পেলেন চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাসিক কল্যাণ সভায় জেলার ১৭টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন জেলা পুলিশ সুপার (এস.পি) সৈয়দ নূরুল ইসলাম।
মাস ব্যাপী মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মামলার তদন্ত নিষ্পত্তি সহ অন্তত ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে জেলার সকল থানা থেকে চান্দিনা থানা পুলিশের সন্তুষজনক কর্ম তৎপরতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে।
এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আব্দুল্লাহ আল মামুন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভির সালেহীনদ ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান।