দাউদকান্দিতে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দৈনিক আজকের মেঘনা ষ্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
২৯ এপ্রিল ১৯ ইং সোমবার , জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহিনূর আলম সুমন, ডাঃ আশরাফুল মতিন, ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডাঃ মোঃ জামাল উদ্দিন, ডাঃ অাশফিকা গিনি, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যন্য স্টাফগণ উপস্থিত ছিলেন।