শাহীন সুলনতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার দ্বাড়িয়াকান্দি কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজয়ফুল প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা মেরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ঠিকাদার বদিউল আলম নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিউলী আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার।
অনুষ্ঠানে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিজয় ফুল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।