ক্যাসিনোর সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে তারা কোন ভাবেই ছাড় পাবে না বলে আবারো হুঁশিয়ারি দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা প্রশাসনের উচ্চ পর্যায়ে কেউ থাকলেও এক্ষেত্রে ছাড় দেয়া হবে না।
শনিবার (১২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ২৪ কোটি টাকা ব্যয়ে লাক্কাতুরা চা বাগান এলাকায় আউটার স্টেডিয়াম নির্মাণ কাজ চলছে, আগামী বছরের মাঝামাঝি সময়ে যা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এছাড়াও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্টেডিয়ামটির ভিআইপি গ্যালারি পরিদর্শন করেন। ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে জাহিদ আহসান রাসেল সিলেট জেলা স্টেডিয়ামে যান। এসময় তিনি স্টেডিয়ামটির পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করাসহ বিভিন্ন সংস্কার কাজ করার প্রতিশ্রুতি দেন।