হঠাৎ বুকে ব্যথা হওয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোস্তাফা স্বপন। এখন তিনি যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ার পর দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয়।
মাশরাফীর পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যায় বুকের ডান দিকে ব্যথা অনুভব করেন গোলাম মোর্ত্তজা। দ্রুতই তাকে নেয়া হয় নড়াইল সদর হাসপাতালে। সেখানে অবস্থার উন্নতি না হলে নেয়া হয় যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।
যশোরে নেয়ার পর গোলাম মোর্ত্তজার অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।