জিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের নিপীড়নে সংশ্লিষ্টতার অভিযোগে চীনের ২৮ সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এসব সংস্থাগুলোর মধ্যে জিনজিয়াংয়ের প্রাদেশিক নিরাপত্তা ব্যুরো এবং ১৯টি ছোটখাটো সরকারি সংস্থা রয়েছে।
এ ছাড়া হাইকভিশন, দাহুয়া টেকনোলজি এবং মেগভি টেকনোলজির মতো চেহারা শনাক্তে সক্ষম এমন প্রযুক্তি পণ্য নির্মাতা আটটি প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে হাইকভিশন বিশ্বের সবচেয়ে বড় নজরদারি যন্ত্রপাতি উৎপাদক প্রতিষ্ঠান।
কালো তালিকাভুক্তির ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওয়াশিংটনের অনুমতি ছাড়া কোনো পণ্য যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান থেকে কিনতে পারবে না। সোমবার প্রকাশিত মার্কিন বাণিজ্য বিভাগের একটি নথিতে বলা হয়েছে, ওই এলাকায় ‘মানবাধিকার লঙ্ঘন ও অত্যাচার’ চালায় ওই সংস্থাগুলো।
সেই কারণেই এই ২৮টি সংস্থাকে ‘এনটিটি লিস্ট’ বা কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর অর্থ, ওয়াশিংটনের অনুমতি ছাড়া মার্কিন কোনো সংস্থার কাছ থেকে এই চীনা সংস্থাগুলো কিছু কিনতে পারবে না। এএফপি