শহীদুজ্জামান রনি দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার
শেখের গাঁও গ্রাম বাসীর উদ্যোগে আলোচনা পর্যায়ে এগিয়ে আসেন রাস্তা মেরামত করার জন্য সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ ও লুটের চর ইউনিয়ন যুবলীগ নেতা ডালিম,
পরে গ্রাম বাসীর অর্থায়নে যখন কাজ চালু হয় বালি দেয়ার বেবস্থা করেন তারা।
এর পরে বর্তমান লুটেরচর ইউনিয়ন চেয়ারম্যান সানাউল্লাহ সিকদার সাহেব কিছু ইটের বেবস্থা করেন
ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার রাস্তা পরিদর্শনে এসে (৫০,০০০)পঞ্চাশ হাজার টাকার দেন
তবে গ্রাম বাসীর আরো একটি দাবি তুলেন।
শেখের গাঁও মোহন মিয়ার দোকানের সামনে থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার কাজটিও যেনো অতিদ্রুত করে দেয়ার বেবস্থা করেন।
ভাইস চেয়ারম্যান মিলন সরকার কথা দিয়েছেন খুব শিঘ্রই উপজেলা মহলের সাথে কথা বলে রাস্তার কাজটি বাস্তবায়ন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন,
৬নং ওয়ার্ড এর মোঃ ফয়জল মেম্বার,মানিক মিয়া,৭নং ওয়ার্ড এর ও লুটেরচর ইউনিয়নের যুবলীগের সভাপতি, মোঃ রুহুল আমিন সিকদার, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মাজেদুল ইসলাম টুটুল, কাউসার রাকিবুল প্রমুখ।