তিতাসে ভ্যান চালক অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ২।

তিতাস উপজেলা বাংলাদেশ

 

তিতাস,মোঃ বিল্লাল মোল্লা স্টাফ রিপোর্টার ০২/০৯/২০১৯ ইং
তিতাসে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পর দুইজনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
সোমবার এ ঘটনায় অপহরণ হওয়া ভ্যান চালক মোঃ সিবলী মিয়া কে উপজেলার মজিদপুর থেকে উদ্ধার করে তিতাস থানার এসআই মধুসুধন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে।
উদ্ধার হওয়া সিবলী মিয়ার গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার বাখরাবাদ গ্রামে সে ঐ গ্রামের মৃত শামসুল হকের ছেলে। পুলিশ জানায় গত রবিবার রাতে
তাহার স্বজনেরা তিতাস থানার পুলিশকে এই বিষয় জানালে তথক্ষনাক পুলিশ মজিদপুর থেকে ভিকটিম মোঃ সিবলী মিয়াকে উদ্ধার করে।

এবং ৫০.০০০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।যদি টাকা না দেওয়া হয় তাহলে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা
মোঃ সিবলী মিয়া (৪৫বছরের) নামের এক ব্যাক্তিকে,পিতা মৃত শামসুল হক,গ্রাম বাখরাবাদ,চান্দিনা উপজেলার ভ্যান চালক কে আটক রেখে তাহার স্বজনদের নিকট টাকা দাবি করে।
পরে তাহার জবানবন্দি অনুযায়ী আসামি ১ মোঃ আরিফ (২৯) পিতা মোঃ মোজাম্মেল হক গ্রাম কড়িকান্দি, ২ মোঃ রাসেল (২০) পিতা মোঃ কামাল হোসেন গ্রাম বন্দরামপুর উভয় তিতাস থানার বাসিন্দা। পুলিশ তাদের গ্রেফতার করে, পরে তিতাস থানায় একটি অপহরণ মামলা করা হয় মামলা নাম্বার ০২ পরের দিন আসামি দুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.