কুলিয়ারচরে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন।

বাংলাদেশ

 

শাহীন সুলতানা, দৈনিক আজকের মেঘনা কুলিয়ারচর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

“পরিকল্পিত ফল চাষ
যোগাবে পুষ্টি সম্মত খাবার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শুরু হয়েছে ফলদ বৃক্ষ মেলা-২০১৯।

মঙ্গলবার (২৭আগস্ট) সকালে পৌর শহরের শহিদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ফিতা কেটে আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নিবাহী অফিসার কাউসার আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোসাঃ খাদিজা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, ইকবাল হোসেন, ওমর ফারুক অমৃত প্রমূখ।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য রেলি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পূনরায় মেলায় এসে শেষ করেন।

উল্লেখ্য, ২৭আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত তিন দিন ব্যাপী মেলা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.