সৈয়দ আনোয়ার স্টাফ রিপোর্টার, হোমনা,কুমিল্লা।
কুমিল্লার হোমনা থানা পুলিশের অভিযান চলাকালে গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের বিত্তিতে ডাকাতির প্রস্তুতি নেয়া অবস্থায় অস্ত্র সহ ৩ ডাকাত কে গ্রেপ্তার করে পুলিশ।
থানা সূত্রে প্রাপ্ত তথ্যমতে গতকাল ৩০.০৭.২০১৯ তারিখে রাত ১০টার দিকে হোমনা থানা পুলিশের একটি দল অভিযানে থাকা অবস্থায়। গোপন সংবাদের বিত্তিতে উপজেলার বাবরকান্দি গ্রামের বিল্লাল এর স’মিলের পশ্চিম পার্শ্বে,বাবরকান্দি-ছিনাইয়া পাকা রাস্তার উপর ডাকাতি করার জন্য প্রস্তুতি নেয়া অবস্থায় দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাত কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের মো.মোহন মুন্সির ছেলে মুন্সি সানজিদ(২২), ইটাভরা (মধ্যপাড়া) গ্রামের ইরন মিয়ার ছেলে সজল(২২), জয়দেবপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে খলিল(২৫) সর্ব থানা হোমনা,কুমিল্লা’কে ২টি লম্বা কাঠের লাঠি ও একটি রাম’দা সহ গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা রুজু করা হয় যাহার নং-১৫।
এ ব্যাপারে মোঠো ফোনে জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ফজলে রাব্বী জানান,
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা শেষে আজ তাদের কুমিল্লা আদালতে প্রেরন করা হয়েছে।