
দৈনিক আজকের মেঘনা ডটকম স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
কুমিল্লা নগরীতে RAB-11 সিপিসি-২ এর অভিযানে পর্ন ভিডিওর প্রেনড্রাইভ সহ ২ ব্লাকমেইলার অাটক
কুমিল্লা র্যাব ১১ সিপিসি-২ এর সফল অভিযানে কুমিল্লা নগরীতে ভয়ংকর এক অপরাধ জগতের অবসান হলো। অপহরণ, ব্লাকমেইল, অস্ত্র, ইয়াবা, দেহ ব্যবসা থেকে শুরু করে বহু অপরাধের মূল হোতা স্বামী-স্ত্রী দুজনকে আটক পর তাদের কাছ থেকে উদ্ধার করা পেনড্রাইভ ও মোবাইল মেমোরিকার্ড থেকে উদ্ধার হওয়া কুমিল্লার বিভিন্ন এলাকার নারী পুরষ সহ অন্তত ২০/২২ জন ভিকটিমের ভিডিও উদ্ধার হয়। যেখানে নানা ভাবে নারী, অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিশিষ্ট ব্যাবসায়ী, চাকুরীজীবি, রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও একাধীক প্রবাসীও রয়েছেন। নগরীর হাউজিং এস্টেট এলাকার ৩টি ভাড়া বাসায় চলতো এসব অপকর্ম। আর এর সাথে জড়িতদের কয়কজনের পরিচয় পেয়ে র্যাব সহ সাংবাদিকদের ও ভাবিয়ে তুলেছে। সঙ্গবদ্ধ এই চক্রের সাথে জড়িত নেতা, কথিত সাংবাদিক, নকল প্রশাসনের লোক ও সরকারি চাকরীজীবি সহ ৮/৯ জন। সদর দক্ষিনের ধনাইতরী গ্রামের মৃত হাকিমের ছেলে চইব্রাহিম নামের একজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরীর হাউজিং এর ব্লক এ সেকশন-৪ প্লট নং ১ কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মেজর অবঃ অাব্দুল হাফিজের ৩য় তলার বাসা থেকে স্বামী স্ত্রী ধনাইতরীর ইউসুফের ছেলে মাহফুজ ও মাহফুজের স্ত্রী রিনাকে অাটক করে রেব।অাটকের খবর পেয়ে ভুক্তভোগী অনেকেই RAB অফিসে এসে অভিযোগ করতে দেখা গেছে। তাজুল নামে এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন গত ডিসেম্বরে রাস্তা থেকে ডেকে বাসায় ঢুকিয়ে অামাকে উলঙ্গ করে শারিরীক নির্যাতন করে ১লক্ষ টাকা অাদায় করে,এখনো নানা ভাবে হুমকি দামকি দিচ্ছে,তাদের অাটকের খবর পেয়ে অামি অাসছি অামিও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব।তাদের কঠিন শাস্তি দাবি করতে দেখা যায় অনেকের মুখেই।লোকলজ্জার ভয়ে অনেকেই মুখ না খুল্লেও অাটকের খবরে অনেককেই মুখ খুলতে দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে RAB-11 সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার জানান,অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাহফুজ ও তার স্ত্রীকে অাটক করা হয়েছে।তারা সমাজের ধনাঢ্য ব্যাবসায়ী, চাকুরীজীবী দের টার্গেট করে মেয়ে ও ইয়াবা দিয়ে ফাসিয়ে উলঙ্গ করে ভিডিও ধারন করে টাকা অাদায় করত। টাকা না দিলে ব্ল্যাকমেইল করত,ছবি ফেইসবুক সহ সামাজিক মাধ্যমে ছেরে দেবার হুমকি দিত।এসময় অাসামীদের কাছ থেকে পেনড্রাইভসহ কিছু ডকুমেন্ট উদ্বার করা হয়েছে।অাসামী মাহফুজের বিরুদ্ধে অস্ত্র মাদকসহ একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে।তাদের বিরুদ্ধে অাইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।