ঢাকার ধামরাইয়ে পরকীয়া প্রেমের জেরে প্রবাসফেরত এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২১ জুলাই) রাতে ধামরাইয়ের কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতরাতে (২২ জুলাই) কৌশলে মোবাইল ফোনে আজাদকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তার প্রতিবেশী সাইফুল। পরে সাইফুল ও তার সহযোগীরা তাকে হত্যার পর ছেলেধরা বলে গুজব ছড়ায়। সাইফুলের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের জেরেই আজাদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।
এ ঘটনায় সাইফুলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। এদিকে একই ইউনিয়নের মাইঠান এলাকায় দাম্পত্য কলহের জেরে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।