অভিনয়ে কম দেখা যায়। গল্প ও চরিত্রে ব্যতিক্রমী কিছু থাকলে তবেই পর্দায় দেখা দেন তিনি। চলচ্চিত্র নির্মাণেই এখন বেশি মনযোগী জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ।
সর্বশেষ তিনি ‘ফাগুন হাওয়া’ নির্মাণ করেছেন সিয়াম আহমেদ-তিশাকে নিয়ে। আপাতত ভাবছেন নতুন গল্প। নিচ্ছেন নতুন সিনেমার প্রস্তুতি। তবে তার আগে তৌকির নির্মাণ করেছেন তিনটি খন্ড নাটক।
এগুলো প্রচার হবে আসছে কোরবানি ঈদে। জাগো নিউজকে এই নির্মাতা জানান, ঈদুল আজহায় তার পরিচালনায় ‘পাদুকা সমাচার’, ‘স্বর্ণলতা’ ও ‘রক্ত ঋণ’ নামে ৩টি নাটক প্রচার হবে বেসরকারি তিনটি চ্যানেলে।
নাটকগুলো পরিচালনার পাশাপাশি এর রচনা ও চিত্রনাট্যও করেছেন তিনি।
এরইমধ্যে ‘পাদুকা সমাচার’ নাটকের শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় করছেন রওনক হাসান, নাজিয়া হক অর্ষাসহ অনেকে। দেখা যাবে তৌকির আহমেদকেও। এছাড়া স্বর্ণলতা ও রক্ত ঋণ নাটকের কাজ শিগগিরই শুরু হবে।