দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
মোড়া একসাথে কাজ করি স্মৃতি কে লালন করি। ২৯ জুন ১৯ ইং শনিবার, দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃ সাখাওয়াত হোসেনের বদলি জনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সম্বর্ধনা কেষ্ট বিদায়ী অফিসারের তুলে দেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, মোড়া একসাথে কাজ করি স্মৃতি কে লালন করি, আমরা কাউকে বিদায় দেইনা,শুধু দেশের মানুষের সেবা দিতে এক থানা থেকে অন্য থানায় যেতে হয় আমাদের। দেশের সেবায় সুনাম অর্জন করে পুলিশের সুনাম অক্ষুন্ন রাখবে এটাই আমাদের প্রত্যাশা।
এসময় উপস্থিত ছিলেন, সাব- ইন্সপেক্টর রাফিকুল ইসলাম জামান,এস আই মোঃ আনোয়ার হোসেন, ,এস আই মোঃ শহীদ, এস আই জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ শরীফুল ইসলাম, এএসআই প্রদীপ দাশ প্রমূখ।