পিরোজপুরের ইন্দুরকানীতে মানসিকভাবে ভারসাম্যহীন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত ফোরকান হাওলাদার (৩০) উপজেলার সাঈদখালী গ্রামের আব্দুস সালাম হাওলাদার এর ছেলে।
পুলিশ জানায়, সোমবার (২৭ মে) রাতে ঘরের পাটাতনে শুয়ে ছিলেন ফোরকান। এ সময় হঠাৎ করে তার ছোট ভাই সোলেমান লাঠি দিয়ে তার বড় ভাই ফোরকানের মাথার উপর এলোপাতারি আঘাত করে রক্তাক্ত করে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে মঙ্গলবার (২৮ মে) সকালে নিহতের বাড়ি পরিদর্শনে যান ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ ঘটনায় সকালে নিহতের ছোট ভাই সোলেমানকে আটক করেছে ইন্দুরকানী থানা পুলিশ। হাসপাতালে আনার পূর্বেই ফোরকানের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।সূত্র:- সময় টিভি