ওয়ানডে বিশ্বকাপ ঘিরে চারিদিকে চলছে উৎসব। আর এই বিশ্বকাপে মূল লড়াইয়ে আগে অন্যতম ফেভারিট দল ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এবার সেই তালিকায় বাংলাদেশকে রাখছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।
আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে কুপকাত করেছেন ওয়াসিম আকরাম। এবারের বিশ্বকাপে ধারাভাষ্যের ভূমিকায় থাকবেন তিনি। বিশ্বকাপে এক সাক্ষাৎকারে বাংলাদেশকে ফেভারিট বললেন এই সাবেক পেসার ।
ওয়াসিম আকরাম বলেন, ‘আমার মতে এবারের আসরে অন্য দলগুলোর মতোই অন্যতম ফেভারিট দল বাংলাদেশ। তোমরা ব্যাটিং এবং বোলিং নিয়ে ভারসাম্য একটি দল গঠন করেছে। এছাড়াও বেশ কয়েকজন ভালো মানের অলরাউন্ডার আছে তোমাদের দলে যারা বড় ভূমিকা রাখবে এবারের বিশ্বকাপে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের দলের নেতৃত্বে যে আছেন সে অসাধারণ। আমার বিশ্বাস বাংলাদেশ এবারের বিশ্বকাপে দারুন কিছু করবে।’