ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন পুলিশ কনস্টেবল আয়েশা আক্তার (১৯)। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় এ ঘটনা ঘটে।আয়েশা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই বাদল চন্দ্র দাস বলেন, আয়েশা আক্তার দশ দিনের ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন।আহত আয়েশার পারিবারিক সূত্রে জানা যায়, গজারিয়ায় ঈদের শপিং করে আয়েশা তার ছোট ভাই আলোসহ রিকশাযোগে বাড়ি ফেরার পথে
একটি প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা রিকশাটিকে ধাক্কা দেয়। এতে আয়েশা ও তার ভাই মহাসড়কের পাশে ছিটকে পড়ে আহত হয়। এ সময় ছিনতাইকারীর দল তাদের কাছে থাকা ব্যাংকের এটিএম কার্ড, বাহিনীর পরিচয় পত্র, জরুরি কাগজপত্রের ফাইল, শপিং ব্যাগ
সহ নগদ টাকা ছিনিয়ে নেয়।আহত আয়েশাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিৎিসার জন্য রাজারবাগ পুলিশ লাইন্সে হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. লিয়াকত আলী জানান, আয়েশা আক্তোরের বাম পায়ের গোড়ালি ও বাম চোখের পাশে আঘাতের দাগ রয়েছে।
বিশ্বকাপের আর মাত্র ৩ দিন বাকি। আগামী ৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সেমিফাইনাল দলের নাম জানিয়েছেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।সেমিফাইনালে তিনি পাকিস্তানের পাশাপাশি ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে দেখছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি বিশ্বের এক নম্বর দল হিসেবে ইংল্যান্ড, ভারসাম্যের কারণে ভারত, টুর্নামেন্টে সব সময় ভালো খেলার কারণে নিউজিল্যান্ড এবং অবশ্যই পাকিস্তান আমার দৃষ্টিতে শেষ চার।’এদিকে বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হয়। বিশ্বকাপে কোনো দলকেই সহজভাবে দেখছেন না ইনজামাম।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে বিশ্বকাপে কোনো দলকেই আমাদের হালকাভাবে নেয়া উচিত হবে না। আফগানিস্তানের মতো দলও বড় দলগুলোর বিপেক্ষ আপসেট ঘটাতে পারে। আপনি আফগানিস্তান অথবা ইংল্যান্ড যে দলের বিপক্ষে খেলেন না কেন আপনি দুই পয়েন্ট পাবেন।’