ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত ট্রেন হতে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেলো এক তরুণী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতের ব্যান্ডেল–কাটোয়া রেল শাখার লক্ষ্মীপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে একা তরণী বুঝতে পারছিলেন না কোন ট্রেনে করে বাড়ি ফিরবেন। আর এই সুযোগ নিয়ে এক ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তরুণীকে। তারপর তিনি ভুল ট্রেনে তুলে দেয় ওই তরুণীকে। আর ফাঁকা ট্রেনের কামরায় কয়েকজন তাকে ধর্ষণ করার চেষ্টা করে। নিজের আত্মসম্মান বাঁচাতে লাইনে ঝাঁপ দেয় ওই তরুণী।
স্থানীয় সূত্রে খবর, পরে ওই তরুণীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পূর্বস্থলীর থানার পুলিশ তরুণীকে উদ্ধার করে পূর্বস্থলী হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া জিআরপি। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।সূত্র ইত্তেফাক