ব্র্যান্ডের পণ্য কপি করা প্রতারক চক্রের ৭ সদস্য আটক

বাংলাদেশ

অনলাইন পেজ খুলে প্রতারণার অভিযোগে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, এ চক্রটি নামিদামি ব্র্যান্ডের পণ্যসামগ্রীর ছবি কপি করে তাদের পেইজে আপলোড করতো। পরে স্বল্প দামে বিক্রির অফার দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছিল চক্রটি।

এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর র‌্যাবের একটি দল দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটকের পাশাপাশি কম্পিউটার, মোবাইল, রাউটার ও নিম্নমানের পণ্যসামগ্রী জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.