দৈনিক আজকের মেঘনা ডট কম, কুমিল্লার নাঙ্গলকোটে গতকাল বুধবার পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানের কাছ থেকে ৪ হাজার ৯ শ, টাকা জরিমানা আদায় করেছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্যানেটারী ইন্সপেক্টর এবাদুল হক,নাঙ্গলকোট থানার উপ- পরিদর্শক মিজানুর রহমান পাটোয়ারী, ভূমি অফিস সায়রাত সহকারী মো. আইয়ুব আলী প্রমূখ। ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেন, পৌর বাজারের গোস্ত দোকানদার মক্রবপুর ইউপির বান্নাঘর গ্রামের কবির হোসেনের ছেলে রাসেলের কাছ থেকে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা, খাবার হোটেল সামছুল হকের ছেলে খাজা আহমেদের কাছ থেকে ১ হাজার টাকা, শ্রী দূর্গা কনফেকশনারি দোকানদার মৃত পানেশ্বর ভৌমিকের ছেলে সজিবের কাছ থেকে ১ হাজার টাকা, পৌর সদরের হরিপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে সুজনের কাছ থেকে নোংরা পরিবেশের কারনে ১ হাজার টাকা, ভোক্তা অধিকার আইনে খোশার পাড়া গ্রামের গাজী আবদুল মতিনের ছেলে গাজী আলমকে ৫ শ, টাকা ও মোটরযান আইনে ২ টি অটোরিকশার কাছ থেকে ৪শ,টাকা আদায় করা হয়।