দৈনিক আজকের মেঘনা ডট কম স্টাফ লিটন সরকার বাদল,দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের কাদিরভাঙ্গা গ্রামে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফেরার পথে কুমিল্লা ও চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মেজর (অব.) মোহাম্মদ আলী, একজন পঙ্গু প্রতিবন্ধীর সাথে পথিমধ্যে দাঁড়িয়ে অবস্হায় কথা বলেন। এবং তার কুশলাদি জিজ্ঞাসা করেন,তার অভাব-অনটনের কথা শুনেন। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় তার স্ত্রী অনেক কষ্টে সংসার চালায় শুনে,চেয়ারম্যান তৎক্ষনাৎ তার ব্যক্তিগত সহকারী মোঃ শাহিন আহাম্মেদ কে নির্দেশ দেন প্রতিবন্ধী বাবুল প্রধানকে ১০,০০০ টাকা প্রদান করার জন্য।
এ সময় উপস্থিত সবাই মেজর (অব.) মোহাম্মদ আলী কে মানবতার ফেরীওয়ালা হিসেবে আঙ্খায়ীত করেন।
এ সময় মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন,সুদূর ঢাকায় পরিবার-পরিজন রেখে গ্রামের অসহায় মানুষের সেবা করার জন্য সারাবছর দাউদকান্দিতেই থাকি। দাউদকান্দির মানুষই আমার পরিবার।
তিনি আরো বলেন, গ্রামের সচ্ছল ব্যক্তিদের অনুরোধ করছি এই পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য ধারন করে অসহায়- গরীব-দুঃখিদের পাশে থাকার জন্যে।