মেঘনায় দুটি কলেজের ফলাফলে ক্ষুব্ধ মেঘনাবাসী

মেঘনা উপজেলা

আজ সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসির পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। কুমিল্লা বোর্ডের অধীনে মেঘনা উপজেলার সরকারি মানিকারচর বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ও মুজাফফর আলী স্কুল এন্ড কলেজের এইচএসসির ফলাফলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উপজেলার বাসিন্দারা। কেউ কেউ পতীত সরকারের অসীম দূর্নীতী ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। কুমিল্লা বোর্ডে পাশের হার ৭১ দশমিক ১৫ শতাংশ হলেও মুজাফফর আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ২৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০৮ জন সেই হিসাবে পাসের হার ২৫ দশমিক ৯৩ শতাংশ। অপরদিকে সরকারি মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে পাসের হার ২৮.৬৪ শতাংশ। পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছিলেন ৩৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১১২ জন।

উপজেলার নাগরিক, একে এম মাইনুল ইসলাম তার মন্তব্য বলেন, রাইট সৈরাচারী সরকারের শিক্ষা ধ্বংস করার নতুন নতুন অপকৌশলের ধ্বংসাত্মক ফসল মাত্র। স্বপন মিয়া তার মন্তব্যে বলেন, শিক্ষা ব্যবস্থা গত সরকারের আমলে ধ্বংসের দ্বারপ্রান্তে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ফলাফলে ক্ষুব্ধ স্থানীয় নাগরিকরা। মুজাফফর আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ বলেন আমাদের এ বছরের ব্যাচ টা ভালো ছিলোনা তাই এমনটা ফলাফল হয়েছে ভবিষ্যতে ভালো করার চেষ্টা থাকবে। অপরদিকে মানিকার বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড.ইমরান হোছাইন বলেন যে ফলাফল টা হয়েছে এটা আশাব্যঞ্জক নয়। আগামীতে সমাজের সকল স্টেক হোল্ডার দের নিয়ে পরামর্শ করে এর থেকে উত্তরণের পথ তৈরি করবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যে ফলাফল হয়েছে তা দুঃখজনক। এর থেকে উত্তরণের পথ শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.