কুমিল্লা -২ আসনের (হোমনা -মেঘনা) সংসদ সদস্য, শিক্ষা ও আইন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মজিদের সাথে সৌজন্য সাক্ষাত করে রাতে ভুরিভোজ করেছেন মেঘনা উপজেলার ইউপি চেয়ারম্যান বৃন্দ।
আজ সোমবার হোমনায় এ সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা মজিদ, খোরশেদ আলম, গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, মানিকার চর ইউনিয়নের চেয়ারম্যান মো.জাকির হোসেন, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবাদত উল্লাহ, ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম,চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, লুটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক হাউদসহ অন্যরা। এ সময় এলাকার উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।