বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ দুই স্কুলছাত্রী
বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় শান্তি রানি ত্রিপুরা (১০) এবং ফুলবাণী ত্রিপুরা (৯) নামে রুনাদন প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে।
সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পদ্মমুখ চিংড়িঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই স্কুলছাত্রী একই এলাকার থানচির তিন্দু ইউপির ৫নং ওয়ার্ডের হরিশ চন্দ্রপাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানান, স্কুলে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ৮ জন যাত্রীর মধ্যে ৬ জন সাঁতার কেটে পাড়ে পৌঁছাতে পারলেও স্রোতের পানিতে দুই স্কুলছাত্রী তলিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা ঢাকা পোস্টকে বলেন, নৌকাডুবির ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুই স্কুলছাত্রীর কোনো খোঁজ মেলেনি। সূত্রঃ ঢাকা পোস্ট