রাজশাহীর পুঠিয়ায় মাছবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসিম আলী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। এ ঘটনারপর স্থানীয় লোকজন মাছসহ ট্রাকটি আটক করেছে।
মঙ্গলবার দুপুরে পুঠিয়া-তাহেরপুর সড়কের ধোকড়াকুল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম ধোকড়াকুল এলাকার আব্দুল জব্বারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নাসিমের ধোকড়াকুল বাজারে মুদিখানার দোকান আছে। সে বাড়ী থেকে মোটরসাইকেলে দোকানে আসার সময় ধোকড়াকুল বাজারে আসলে তাহেরপুরের দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
আরও পড়ুন: মেঘনায় অবৈধ ঝোপ-ঝাড়ের দৌরাত্ম্য, বিলুপ্তির পথে বিভিন্ন মাছ।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। এলাকার লোকজন ট্রাক ও তার ড্রাইভারকে আটক করে রেখেছিল, পরে তাদের থানায় নিয়ে এসেছি। মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।