বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুর রহমান (২২) নামের এক শ্রমিক মারা গেছেন। শনিবার (২৯ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আরিফুর কুড়িগ্রামের কচাকাটা থানার মাদারগঞ্জ গ্রামের বাসিন্দা রবিউল শেখের ছেলে।
জানা গেছে, হাসপাতালের জরুরি বিভাগের পাশে ইমেজিং ও ডায়াগনস্টিকের জন্য চারতলা নির্মাণাধীন ভবনের ওয়েল্ডিং হেলপার হিসেবে কাজ করতেন আরিফুর রহমান। আজ শনিবার বিকেলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: ঢাকা পোষ্ট