রাজাপুরে মাঠ দিবস ও কারিগরী আলোচনা অনুষ্ঠিত

ঝালকাঠি

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর ব্লকে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত সূর্যমুখী হাইব্রিড (হাইসান ৩৩) জাতের প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার উত্তমপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি ঝালকাঠি’র উপপরিচালক মো: মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন  আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো: জাকির হোসেন তালুকদার। অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ। মাঠ দিবস অনুষ্ঠানে অতিথিগণ তেলজাতীয় ফসল চাষের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তৃতায় তেল জাতীয় ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং বন্যা সহনশীল জাত নির্বাচনে কৃষকদের পরামর্শ প্রদান করেন। এছাড়া সূর্যমুখী চাষে সার ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করেন। এরপর উপপরিচালক মহোদয় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী  কৃষক প্রশিক্ষণ এর উদ্বোধন করেন এবং প্রদর্শনীর উপকরন কৃষকদের মাঝে বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.