মোঃ আলাউদ্দিন: প্রথম ধাপের উপজেলা নির্বাচনে কুমিল্লার মেঘনায় উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ১৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুলাহ মিয়া রতন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সালাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজ ও মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ রমিজ উদ্দিন।
উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান মিলন সরকার,মোঃ রবিন মিয়া,আবুল কালাম,মোহাম্মদ আকিল মাহমুদ,মোঃ খলিলুর রহমান। সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দিলারা শিরিন, নাসরিন আক্তার,হালিমা আক্তার ও মুক্তা আক্তার। সূত্রে আরও জানা যায়,প্রথম ধাপের এ নির্বাচনে আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই,২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ৮ মে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।