শাহাবুদ্দিন আহমেদ, দাউদকান্দিঃ মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের আয়োজনে প্রস্তুতি সভা, রণাঙ্গনের শহীদ মুত্তযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকালে কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন- কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,” মহান মুক্তিযুদ্ধের পটভূমি আমাদেরকে উজ্জীবিত করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা আজো পরাধীন থাকতাম।
প্রধান অতিথি তার বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কুমিল্লা-১ ( দাউদকান্দি-তিতাস) আসনের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে বিজয়ী করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ আওয়ামী লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দদের দিক নির্দেশনা দেন।”
বিশেষ অতিথির বক্তব্য দেন- কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের আলী, উপস্থিত ছিলেন -সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা, মোশাররফ হোসেন, সহ-সভাপতি কবির হোসেন, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক ইদ্রিস,মহিলা সম্পাদিকা ও পৌর কাউন্সিলর লাভলী আক্তার, হোসেনেরা, সিবিএ নেতা উত্তর জেলা শ্রমিক, লীগের সাংগঠনিক মাইনুল ইসলাম, হোমনা উপজেলা শ্রমিক, লীগের সভাপতি নেয়ামত উল্লাহ, দেবীদ্বার পৌর শ্রমিক লীগের, সাধারণ সম্পাদক আল আমিম, চান্দিনা শ্রমিক লীগের সাধারণ, সম্পাদক কবি জালাল,দাউদকান্দি পৌর শ্রমিক লীগের
সাধারণ মিজানুর রহমান, তিতাস উপজেলা শ্রমিক লীগের, সাধারণ সম্পাদক আল-আমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্রমিক লীগের সভাপতি আবু সায়েম বাবু।