মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় দেশের অন্যতম শীর্ষ পত্রিকা জাতীয় দৈনিক কালবেলার নবযাত্রার ১ বছর পুর্তি উপলক্ষে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। গতকাল মঙ্গলবার (১৭ই অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় মেঘনা উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়মা রহমান, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুল ইসলাম সিকদার, ৮ ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান (মজিব), গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, বড়কান্দা ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, চালিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির, মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন, চন্দনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দীন মিয়া, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, সাধারণ সম্পাদক মোঃ শহিদুজ্জামান রনি , সাংবাদিক আলমগীর হোসেন, আলম শাহ, নাজমুল হোসেন, নাইমুল ইসলাম শহীদ, নাজিম উদ্দীনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক কালবেলা পত্রিকাটি ১ বছর পূর্ণ হয়ে ২ বছরে পদার্পণ করেছে। এই অল্প সময়ে পাঠকের আস্থা অর্জন করার পাশাপাশি বাংলাদেশের শীর্ষ স্থানে অবস্থান করে নিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম তাই দেশের এই অগ্রযাত্রায় ‘দৈনিক কালবেলা পত্রিকা আমাদের সঙ্গে থেকে দ্যুতি ছড়াবে আশা করি। লাল সবুজের আলোয় আলোকিত জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য এবং পাঠক প্রিয়তা বৃদ্ধি কামনা করেন বক্তাগণ। আলোচনা সভা শেষে করে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।