মোঃ আলাউদ্দিন :- কুমিল্লা মেঘনায় “মা ইলিশ সংরক্ষণ ২০২৩” উপলক্ষে মেঘনা নদীতে চাঁদপুর রিজিওনের অধীনস্থ চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির উদ্যোগে তৃতীয় দিনে মেঘনা নদী ও নদীটির বিভিন্ন শাখায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দসহ চার জনকে জরিমানা করা হয়। গতকাল ১৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকা থেকে দুপুর সাড়ে ১২ ঘটিকা পর্যন্ত ফাঁড়ির ইনচার্জ মো. ছাইফুল ইসলাম এর নেতৃত্বে এএসআই মোঃ ওসমান গনি ও সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদি এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদেরচর গ্রামের পশ্চিম পাশে মেঘনা নদীতে জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল নদীতে পাতার সময় চার জনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ দুইটি নৌকা ও আনুমানিক বিশ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করা হয়। অন্যদিকে আশেপাশের জেলেরাও নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকেই পালিয়ে যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে জব্দ করা জাল রামপুর বাজারের ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান সম্পর্কে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছাইফুল ইসলাম বলেন, আজ এই অভিযানের তৃতীয় দিন ১২ই অক্টোবর থেকে শুরু হওয়া অভিযান ২ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। এ ফাঁড়িতে দুই মাস হয় যোগদান করি, তারপর থেকে বিগত দুই মাসের মধ্যে নদী পথের চাঁদাবাজি, অবৈধ ঝোপ নিধনসহ নদি পথে বিভিন্ন অনিয়ম বন্ধ করতে কাজ করে যাচ্ছি। কারেন্ট জালগুলো নদীতে পাতানো অবস্থায় পাওয়া গেছে। আমাদের দেখে তারা তড়িঘড়ি করে পালিয়ে যায়। তবে কারেন্ট জাল ও নদীতে বিভিন্ন অনিয়মের ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। প্রতিদিন আমাদের একটি টিম বিভিন্ন সময়ে নদীতে দায়িত্ব পালনে অব্যাহত থাকবে।