শোক কে শক্তিতে পরিনত করে আগামী নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে মোঃ শফিকুল আলম।

কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মেঘনা উপজেলা

মোঃ শহিদুজ্জামান রনি: সারা দেশের ন্যায় গতকাল ১৫ই আগষ্ট যথাযথ মর্যাদায় কুমিল্লা ২ ( হোমনা-মেঘনা)‘য় জাতীয় শোক দিবস পালিত হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা ২ (হোমনা-মেঘনা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মেঘনার রুপকার জননেতা জনাব শফিকুল আলম উপজেলা চত্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনের কর্মসূচী শুরু করেন। দিনব্যাপি হোমনা আওয়ামী লীগ অফিস, হোমনা পৌরসভা, গোয়ারীভাঙ্গা, মেঘনার পাড়ারবন্দ, মুগারচর, ভাওরখোলা, লুটেরচর, কান্দারগাও সহ বিভিন্ন স্পটে আলোচনা সভা, শেষে বড়কান্দা ইউনিয়নে আমেনা মুজিব পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত শোক সভায় দোয়া মাহফিল ও তবারক বিতরনের মাধ্যমে শেষ করেন আজকের কর্মসুচি। দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাব সেলিনা ইসলাম এমপি, হোমনা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিধ অধ্যক্ষ আবদুল মজিদ, কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, মেঘনা উপজেলা চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, হোমনা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, বীর মুক্তিযোদ্ধা আলি আহমেদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ জালাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন নয়ন, এমরান হোসেন আকাশ, অর্থ সম্পাদক জাকির হোসেন, দফতর সম্পাদক মহসিন মেম্বার, কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেলিম মিয়া, সেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম মিয়া, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মহসিন মিয়া, যুব লীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মাস্টার, বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, বড়কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি হুমায়ুন কবির মৃধা, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। আলোচনা সভায় মোঃ শফিকুল আলম বলেন, খুনিরা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে চেয়েছিলো চিরতরে আওয়ামী লীগ কে নিশ্চিহ্ন করে দিতে কিন্তু তারা জানেনা জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। খুনিচক্র শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করেই খান্ত হননি একই ধারাবাহিকতায় ৪ঠা আগষ্ট ২১ আগষ্ট বোমা হামলা করে মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার নীল নকশা করে। তাই আগামী নির্বাচনে শোক কে শক্তিতে পরিনত করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.