মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ জুলাই বৃহস্পতিবার বিকেল 3:00 ঘটিকায় উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে দৌলত হোসেন সরকারি স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বারহাজারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় 3/1 গোলে বিজয়ী হয় বারহাজারি (বালিকা)। মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যকার খেলায় ২/০ গোলে বিজয়ী হয় মুগারচর। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দ পুর ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, বড়কান্দা ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহাসিন মেম্বার, রাধানগর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইমাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাহরিয়ার, শাহ আলম মেম্বার, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।