মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের এস.এস.সি ৯৭ ব্যাচের উদ্যোগে রজতজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল ১৫ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে “বন্ধু ছিলাম বন্ধু আছি বন্ধু থাকবো চিরকাল” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই সময় বিভিন্ন এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ মেঘনার লেখকদের এই প্রথম মেঘনায় সম্মাতিত করে সম্মাননা প্রদান করে ৯৭ ব্যাচ। মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের গভার্নিংবডির সভাপতি ফারুক হোসেন রিপনের সভাপতিত্বে, প্রধান অতিথি বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও আইনজীবী জয়নাল আবেদীন, অধ্যক্ষ আমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ, লেখক ও কবি পিয়ারা বেগম, সাহেরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, ফাতেমা খান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র—ছাত্রী, শিক্ষক, ৯৭ ব্যাচের বন্ধুমহলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।