মেঘনায় নাগরিক গণসংবর্ধনা পেলেন শফিকুল আলম

কুমিল্লা চট্টগ্রাম বিভাগ জাতীয় ঢাকা মেঘনা উপজেলা হোমনা

মোঃ আলাউদ্দিন
কুমিল্লা মেঘনায় দল-মত-নির্বিশেষে শফিকুল আলম’কে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়। গতকাল ১০ই জুন বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে,মেঘনা উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম এর আয়োজনে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।সরেজমিনে জানা যায় মেঘনাবাসির দীর্ঘদিনের স্বপ্ন (মেঘনা-হোমনা) আসন।গত ১লা জুন দাউদকান্দি থেকে মেঘনাকে আলাদা করে হোমনার সাথে যোগ করে (কুমিল্লা ১ থেকে কুমিল্লা ২)  এ রূপান্তরিত করে একটি গেজেট স্বাক্ষরিত করে নির্বাচন কমিশন। ৩রা জুন তা প্রকাশ পায়, প্রকাশ পাওয়ার সাথে সাথেই মেঘনার বিভিন্ন এলাকায় দল-মত-নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে উল্লাস উদযাপন এর মাধ্যমে মিষ্টি বিতরন ও দোয়া মাহফিল করে মেঘনার আপামর জনসাধারণ।

ছবি দৈনিক আজকের মেঘনা

এরই ধারাবাহিকতায় গতকাল উল্লাসিত জনসাধারণ, মেঘনাবাসির দীর্ঘদিনের স্বপ্ন, মেঘনা-হোমনা আসনে রুপান্তরিত করতে যার পরিশ্রম ও অবদান সব থেকে বেশি, যাকে মেঘনার মানুষ মেঘনার স্বপ্নদ্রষ্টা বলে, মেঘনা উপজেলার প্রতিষ্ঠাতা ও রূপকার, মেঘনার প্রাণপুরুষ, মেঘনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল আলম কে, নাগরিক গণসংবর্ধনা দেয় মেঘনার আপামর জনসাধারণ। এমন কি ব্যানার লিফলেট পোস্টারে ছেয়ে গেছে মেঘনায় রাস্তার পাশে থাকা সবকটি গাছ, মেঘনা বাসীর দাবি একটাই মেঘনা থেকে শফিকুল আলম কে এমপি হিসেবে পেতে চাই। ঝড় বৃষ্টি উপেক্ষা করে মেঘনার জনসাধারণের এমন উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়ে শফিকুল আলম বলেন, আমি আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, আমি আপনাদের জন্য কিছু করে যেতে চাই, আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী আমার কর্মের মাধ্যমে আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ সালাম, কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, আব্দুল আল বাকি শামিম, মোঃ মিলন সরকার, সহ উপজেলা আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.