মো. শহিদুজ্জামান রনি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা মেঘনায় “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ও সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন স্কুল থেকে আশা ১২ টি স্টল পরিদর্শন করেন। স্টল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করে ছাত্র—ছাত্রীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল্লাহ মিয়া রতন সিকদার চেয়ারম্যান উপজেলা পরিষদ,মেঘনা। সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার এর সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গুলাম ফারুকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার সানজিদা রাফিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা বেগম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায়, উপজেলা প্রশাসন মেঘনা, কুমিল্লা, এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।