মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় সামাজিক -সম্প্রীতী, আইনশৃঙ্খলা ও সম্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা কনফারেন্স রুমে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুস সালাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হালিমা রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রসাশন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। সভাপতির বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার বলেন আগামী ১৫ দিনের মধ্যে মেঘনা উপজেলা এলাকায় নদিতে থাকা সকল অবৈধ ঝোপ তুলে ফেলতে হবে।