মেঘনায় মুক্তিযোদ্ধাকে হত্যা চেষ্টা মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মেঘনা উপজেলা

মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা কামাল কে হত্যা চেষ্টা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মেঘনা উপজেলা শাখা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম মেঘনা উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা মানববন্ধন এর আয়োজন করা হয়। ১২ আগষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিকাল ৫ ঘটিকায় এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা ২৪ ঘন্টার অ্যান্টি ম্যাডাম দিয়ে হুঁশিয়ারি ও এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গফফার হাউদ বলেন ২৪ ঘন্টার ভিতরে আসামিদের গ্রেপ্তার না করলে আমরা থানার বিরুদ্ধে এই অবস্থান নিব। এসময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন,মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন,মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ, মুক্তিযোদ্ধা কফিলউদ্দিন, মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ, মুক্তিযোদ্ধা সুলতান, মুক্তিযোদ্ধা জাহের আলী, প্রজন্মের পারভেজ হোসেন ফারুক, নুর মোহাম্মদ রাসেল, জাভেদ ভুইয়া, সহ অন্যরা। বীর মুক্তিযোদ্ধা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তফা কামাল তার লিখিত অভিযোগে জানান, ১০ই আগস্ট সন্ধ্যা ৬ঃ০০ ঘটিকার সময় রামপুর বাজারস্থ মুক্তিযোদ্ধা বায়জিদ সাহেবের দোকানের সামনে হরিপুর গ্রামের শাহজাহানের ছেলে কাউছার আহাম্মেদ (৩০) সহ অজ্ঞাত ১০থেকে ১২জন তাহাদের দাবিকৃত চাঁদার ২ লক্ষ টাকা দিতে বলে, আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমার গলায় চাপিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে প্রাণে হত্যার চেষ্টা করে। পরে দারালো চুরি আমার বুকে ধরে চাঁদার টাকা না দিলে পরিবারসহ সবাইকে শেষ করে দিবে এমনহুমকি প্রদান করে। পরে বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার এর কাছে জানাই, ওনার রেফারেন্স থানায় গিয়ে আমি ১২জনকে আসামি করে একটা অভিযোগ করি। এ মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন এর কাছে জানতে চাইলে বলেন ১০/১২ জনকে আসামি করে মামলা হয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.