মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনার প্রবাসীদের একটি সেচ্ছাসেবী সংগঠন “মেঘনা উপজেলা প্রবাসী কল্যাণ সংঘ” এর উদ্যোগে সিলেট বানভাসি মানুষের জন্য নগদ অর্থ ২ লক্ষ টাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমন এর কাছে হস্তান্তর করা হয়।
এসময় ব্যারিস্টার সুমন সবাইকে আশ্বস্ত করে বলেন আমি প্রবাসীদের কষ্টার্জিত টাকা নিজ দায়িত্বে বানভাসি মানুষের কাছে পৌঁছে দিব, “মেঘনা উপজেলা প্রবাসী কল্যাণ সংঘ” সিলেটবাসির পক্ষ থেকে ধন্যবাদ জানান। মেঘনা প্রবাসী কল্যাণ সংঘের পক্ষে হোসেন মনির বলেন আগামীতেও যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যে যথাসাধ্য চেষ্টা করবো। মেঘনা প্রবাসী কল্যাণ সংঘের পক্ষে টাকা হস্তান্তর করেন: মোহাম্মদ নাসির উদ্দিন (শিশির), চয়ন, মারুফ, রিসালাত মুন্সি সহ মেঘনার ছাত্র সমাজ প্রমুখ।