কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার বিকেলে আরাফাত নাহাত (৩) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে মেম্বারের বিরুদ্ধে।
জানা যায়, মানিকারচর ইউনিয়ন আমিরাবাদ গ্রামে আওয়ামী যুবলীগ সভাপতি পদপ্রার্থী আবুল কালাম আজাদ এর পুত্র আরাফাত নাহাত (৩)কে বাড়ির সামনে থেকে অপহরণ অভিযোগ উঠে। আওয়ামী যুবলীগ সভাপতি পদপ্রার্থীকে কেন্দ্র করে আরাফাত নাহাত কে অপহরণ করে।
আবুল কালাম আজাদ জানান, সভাপতি পদপ্রার্থী থেকে সরে না দাঁড়ালে তাকে শিশু আরাফাতকে মেরে ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে আবুল কালাম আজাদ মেঘনা থানা একটি অভিযোগ দায়ের করতে চাইলে ব্যর্থ হয়। অভিযুক্ত কারীরা আবুল কালাম আজাদকে ফোন দিয়ে বলে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য নয়তোবা তার ছেলেকে ফেরত দেবে না।