নলছিটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বিশেষ আইনশৃঙ্খলা সভা

বাংলাদেশ

 

 

মো. নাঈম, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে’ উপজেলার নির্বাহী অফিস কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সনাতন ধর্মাবলম্বী ও সুশীল সমাজের ব্যাক্তিদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে চলমান পরিস্থিতির বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন সভাপতি জনারধন দাস, সম্পাদক তপন কুমার দাস, জেলা পরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, মগড় ইউনিয়ন চেয়াম্যান এনামূল হক শাহীন, নাচন মহল ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম, নলছিটি থানা অফিসার ইন চার্জ মোঃ আতাউর রহমান প্রমূখ।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য বজায় রাখতে, সকলের সহযোগিতা, সহমর্মিতা, ধৈর্য্য এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে নলছিটির সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, সকলের প্রতি অনুরোধ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.