নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলা মামলায় দণ্ডিত আসামি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে। সেই জেএমবি সদস্যের নাম আসাদুজ্জামান পনির (৩৭)।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে জল্লাদ শাহজাহান ফাঁসি কার্যকর করেন।
আসাদুজ্জামান পনির ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার শাখা কানাইকরস্থান এলাকার ফজলুল হক চৌধুরীর ছেলে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তাঁর কয়েদি নং ৫৪১ /এ ছিল।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা ছিল। নেত্রকোনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলায় তাঁর ২০ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় তাঁকে আরও মোট ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত।
ফাঁসি কার্যকরের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।